Sunday, March 5

জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

জাপানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
কানাইঘাট নিউজ ডেস্ক: জাপানে পর্বতে উদ্ধার অভিযানের মহড়া চালানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় হেলিকপ্টারটিতে স্থানীয় ৯ জন কর্মকর্তা ছিলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

দেশটির ফায়ার ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা এএফপিকে বলেন, আমরা শুনেছি এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তবে বাকি ছয়জনকে এখনো পাওয়া যায়নি। ঘটনার তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছেনা।

কর্মকর্তারা বলছেন, স্থানীয় পুলিশ ও কর্মকর্তারা নিখোঁজ ছয়জনের সন্ধানে তল্লাশি শুরু করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়