Tuesday, March 14

কানাইঘাট গাছবাড়ী আইডিয়্যাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ সেলিম


নিজস্ব প্রতিবেদক: সিলেট-০৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ গাছবাড়ী আইডিয়্যাল কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব সেলিম উদ্দিন বলেছেন, শিক্ষাকে মানব সম্পদে পরিনত করতে পারলেই বাংলাদেশ আগামী দিনে বিশ্বের যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে। ইতিমধ্যে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করে প্রবাসে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রেখে দেশের মর্যাদা বৃদ্ধি এবং অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে অবদান রাখছেন। বর্তমান শিক্ষা বান্ধব সরকার সারাদেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলার পাশাপাশি শিক্ষ ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। সেলিম উদ্দিন এমপি শিক্ষার্থীদের উদেশ্যে আরো বলেন, আগে নিজেদের জীবন গড়তে হবে। পরিবারের মুখে হাসি ফুটাতে হবে। দেশ ও জাতির কল্যানে তোমাদের কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি, দলাদলি, গলাবাজি না করে শিক্ষার্থীদের পাঠদানের প্রতি আরো
যত্নশীল এবং ভাল ফলাফলের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সক্রিয় হতে হবে। সেলিম উদ্দিন এমপি গত সোমবার সকাল ১১টায় কলেজ প্রাঙ্গনে কানাইঘাট গাছবাড়ী আইডিয়্যাল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজের অধ্যক্ষ আব্দুল মতিনের সভাপতিত্বে ও কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শফিকুল ইসলামের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, জেলা জাপা নেতা কলেজের গভর্নিং বডির সদস্য মোঃ শাহাব উদ্দিন, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যাপক শাব্বির আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, এডভোকেট আব্দুস সাত্তার, ৮নং ঝিংগাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলেজের বাংলা বিভাগের প্রভাষক মঈন উদ্দিন। প্রধান অতিথি সেলিম উদ্দিন এমপি ক্রীড়া
প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষার্থীদের অভিভাবক, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং কলেজের ছাত্র/শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পুর্বে কলেজ গভর্নিং সভাপতি সেলিম উদ্দিন এমপির সভাপতিত্বে কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় তিনি বলেন, কানাইঘাটের উচ্চ শিক্ষা ক্ষেত্রে আইডিয়্যাল কলেজের বড় অবদান রয়েছে। এখানে শত শত শিক্ষার্থীরা লেখাপড়া করে এলাকার মুখ উজ্জল করছেন। এ কলেজের সভাপতি হয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের দাবীর মুখে কলেজের সীমানা প্রাচীর নির্মান এবং কলেজ ক্যাম্পাসে একটি শহীদ মিনার স্থাপন এবং অন্যান্যে বিরাজমান সমস্যা পর্যায়ক্রমে বাস্থবায়নের আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি গাছবাড়ী মর্ডান একাডেমী পরিদর্শন করেন এবং গাছবাড়ী বাজারের উন্নয়নে কোটি টাকার উপরে প্রকল্প গ্রহন করা হয়েছে। অচিরেই কাজ শুরু হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্থ করেন। পরে তিনি বিকেল ৫টায় কায়স্থগ্রাম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ২০১৫-১৬ সনের বৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলো পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ সহ স্থানীয় জাপা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়