নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বাজারে ডাস্টবিন এবং ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় বাজারের গলিপথ এখন পরিনত হয়েছে ময়লা-আবর্জনার স্তুপে। গত দু'দিন থেকে বাজারের আবর্জনা পরিস্কার না হওয়ায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। যতসব ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় বাজারে আগত লোকজন দুর্গন্ধের স্বীকার হচ্ছেন। বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন পৌরসভার নিজস্ব কোন বেতন ভুক্ত পরিচ্ছন্ন কর্মী নেই। পৌরসভার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দেওয়া ময়লা আবর্জনা সরানোর ৩টি ট্রাক পৌর কতৃপক্ষ ভাড়ায় ব্যবসার জন্য ব্যবহার করছেন। বাজারের ইজারাদার হাজী করামত আলী নিজস্ব পরিচ্ছন্ন কর্মী দিয়ে বাজারের ময়লা আবর্জনা ঠেলা গাড়ী দিয়ে পরিস্কার করে আসছিলেন। কিন্তু গত দুদিন থেকে পরিচ্ছন্ন কর্মীরা বাজারের ময়লা না সরানোর কারনে আবর্জনা পচে বাজারে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান। ব্যবসায়ীদের অভিযোগ আমরা নিয়মিত পৌর কর পরিশোধ করে থাকি এবং ইজারাধারের টোল ও প্রদান করি। কিন্তু সবসময় বাজারে ময়লা আবর্জনা লেগে থাকে। পৌরসভার ময়লা আর্বজনার গাড়ী থেকেও অন্যত্র কাজে ব্যবহার করা হচ্ছে। এব্যাপারে ইজারাদার হাজী করামত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, পরিচ্ছন্ন কর্মীর আবর্জনা সরানোর টেলা গাড়ী নষ্ট হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। আগামীকালকের মধ্যে বাজার থেকে ময়লা আবর্জনা সরানোর ব্যবস্থা আমি করবো।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়