Saturday, March 4

ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাৎ করেছেন কানাইঘাট নবগঠিত তিনটি শাখা ছাত্রলীগ নেতৃবৃন্দ


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সিলেটের কৃতি সন্তান এস.এম জাকির হোসেনের সাথে তার মৌলভীবাজারের শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি-রিসোর্সে সাক্ষাৎ করেছেন নবগঠিত কানাইঘাট উপজেলা ও পৌর এবং ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ। শনিবার শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি-রিসোর্সে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদদক এস.এম জাকির হোসেনের সাথে সাক্ষাৎ করে ফুলের তোড়া উপহার দেন ছাত্রলীগের কানাইঘাট ৩টি শাখার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মারুফ আহমদ, দপ্তর সম্পাদক জুবায়ের আহম তুহিন, কানাইঘাট পৌর ছাত্রলীগের সভাপতি রোমান আহমদ নোমান, সহ সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান, কলেজ শাখার সহ সভাপতি রহমত আলী, মিজানুর রহমান মিজান, যুগ্ম সাধারণ সম্পাদক আফজল হোসেন মিজান। সাক্ষাতকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম জাকির হোসেন উপজেলা ও পৌর এবং কলেজ শাখার নেতৃবৃন্দের বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করে বিশ্ব শান্তির রুল মডেল প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দেশের উন্নয়নে যে সমস্ত কাজ করে যাচ্ছেন তা ছাত্র সমাজ এদেশের সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। সেই সাথে তিনি সংগঠন বিরোধী কোন কার্যকলাপের সাথে ছাত্রলীগের কোন নেতাকর্মী জড়িত থাকলেও তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের কাজ হচ্ছে আগে লেখাপড়া করে সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও জাতির সেবা করা। নবগঠিত তিনটি শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ সংগঠনের চলমান কর্মকান্ড তুলে ধরেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসেনের কাছে। দীর্ঘদিন পর উপজেলা ছাত্রলীগের তিনটি শাখা কমিটি উপহার দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।(বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়