Friday, March 10

চলতি বছরে মুশফিকুরের ব্যাটিং গড় একশ

চলতি বছরে মুশফিকুরের ব্যাটিং গড় একশ

কানাইঘাট নিউজ ডেস্ক: গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৮৫ রানে আউট হন বাংলাদেশের অধিনায়ক মুশিফকুর রহিম। ফলে চলতি বছর মুশফিকুরের ব্যাটিং গড় একশ’ স্পর্শ করলো।

চলতি বছর এখন পর্যন্ত গল টেস্টসহ তিনটি ম্যাচ খেলেছেন মুশফিকুর। পাঁচ ইনিংসে একবার অপরাজিত থেকে ৪০৭ রান করেছেন তিনি। গড়- ১০১ দশমিক ৭৫। সেঞ্চুরি দু’টি ও হাফ-সেঞ্চুরি ১টি।

গেল জানুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ ও অপরাজিত ১৩ রান করেন তিনি। এরপর ভারতের বিপক্ষে হায়দারাবাদ টেস্টে ১২৭ ও ২৩ রান করেন মুশি। আর এবার গল টেস্টে ৮৫ রানে ফিরলেন টাইগার দলপতি।

সূত্র: বাসস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়