নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট-সুরাইঘাট সড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রতিদিন উক্ত সীমান্তবর্তী সড়ক দিয়ে ভারি ট্রাক যাতায়াত করায় রাস্তার পিচ উঠে যাচ্ছে। চরম ঝুঁকির মধ্যে রয়েছে গড়াখাই ও বিষ্ণুপুর খালের উপরের ব্রীজ। যে কোন সময় ভারি যানবাহন চলাচলের কারণে এ দু’টি ব্রীজ ধ্বসে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিহ্ন হতে পারে। স্থানীয় এলাকাবাসী কানাইঘাট নিউজকে জানিয়েছেন, লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর বহন এবং সুরাইঘাট বাজারের আশপাশ এলাকায় অবৈধভাবে গড়ে উঠা একাধিক পাথর ভাঙ্গার ক্রাসারের ভাঙ্গানো পাথর ৭/৮ টনের ট্রাক এবং নাম্বার বিহীন ট্যাক্টর ও অন্যান্য ভারি যানবাহন দিয়ে প্রতিদিন পাথর নেওয়ার কারনে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বিষ্ণুপুর খালের উপরের ব্রীজের রেলিং একাংশ ভেঙ্গে গেছে। ব্রীজের উভয় পাশের মাটি ধ্বসে পড়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে ৭ টনের একটি ট্রাক পাথর বোঝাই করে বিষ্ণুপুর খালের ব্রীজের রেলিং এর উপর দিয়ে চাকা উঠে গেলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এ সময় রাস্তার উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে। এলাকাবাসী সেখানে জড়ো হয়ে ট্রাকটি আটক করে রাখেন এবং উক্ত রাস্তা দিয়ে অধিক ভারি যানবাহন চলাচল বন্ধ করার জন্য স্থানীয় প্রশাসনকে দ্রুত এগিয়ে আসার আহবান জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়