কানাইঘাট নিউজ ডেস্ক: ৮৭তম
জেনেভা মোটর শোতে ‘রেসমো’ নামে স্পোর্টস কার প্রদর্শন করেছে ভারতের টাটা
মোটরস। এই নিয়ে ২০ বার জেনেভার মোটর শোয়ে যোগ দিয়েছে এ গাড়ি নির্মাতা
প্রতিষ্ঠান।
রেসমো দু’সিটের স্পোর্টস কার। ৪ মিটার লম্বা এই গাড়িতে থাকছে ১.২ লিটার টার্বোচার্জড রিভোট্রন অ্যালুমিনিয়াম ইঞ্জিন।
টাটাদের দাবি, মাত্র ৬ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারবে রেসমো। টাটা মোটরসের ইতালির তুরিন স্টুডিওয় রেসমোর মডেল বানানো হয়েছে। ভারতে এই গাড়ি ছাড়ার আগে সেদেশের আইন মেনে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।
২০১৮ সালে ভারতের বাজারে এই গাড়ি আসতে পারে বলে সংস্থা জানিয়েছে। সম্প্রতি মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে টাটা গোষ্ঠী। রেসমোতে থাকছে মাইক্রোসফট প্রযুক্তি।
পিছিয়ে নেই মারুতিও। জাপানে তৈরি সুজুকি সুইফট নিয়ে হাজির হয়েছে তারা। ভারতে এই মডেলের তৃতীয় প্রজন্মের গাড়ি চলে। জেনেভায় প্রদর্শিত গাড়িটি সুইফটের চতুর্থ প্রজন্মের। চতুর্থ প্রজন্মের গাড়িটি আরও আধুনিক। ২০১৮ সালে গাড়িটি ভারতে আনবে সুজুকি। আগের মডেলটির থেকে আরও হাল্কা।
রেসমো দু’সিটের স্পোর্টস কার। ৪ মিটার লম্বা এই গাড়িতে থাকছে ১.২ লিটার টার্বোচার্জড রিভোট্রন অ্যালুমিনিয়াম ইঞ্জিন।
টাটাদের দাবি, মাত্র ৬ সেকেন্ডে শূন্য থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারবে রেসমো। টাটা মোটরসের ইতালির তুরিন স্টুডিওয় রেসমোর মডেল বানানো হয়েছে। ভারতে এই গাড়ি ছাড়ার আগে সেদেশের আইন মেনে প্রয়োজনীয় পরিবর্তন করা হবে।
২০১৮ সালে ভারতের বাজারে এই গাড়ি আসতে পারে বলে সংস্থা জানিয়েছে। সম্প্রতি মাইক্রোসফটের সঙ্গে চুক্তি করেছে টাটা গোষ্ঠী। রেসমোতে থাকছে মাইক্রোসফট প্রযুক্তি।
পিছিয়ে নেই মারুতিও। জাপানে তৈরি সুজুকি সুইফট নিয়ে হাজির হয়েছে তারা। ভারতে এই মডেলের তৃতীয় প্রজন্মের গাড়ি চলে। জেনেভায় প্রদর্শিত গাড়িটি সুইফটের চতুর্থ প্রজন্মের। চতুর্থ প্রজন্মের গাড়িটি আরও আধুনিক। ২০১৮ সালে গাড়িটি ভারতে আনবে সুজুকি। আগের মডেলটির থেকে আরও হাল্কা।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়