নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কানাইঘাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শুক্রবার বিকেল ২টায় পৌর শহরস্থ অশোক রঞ্জনদের বাড়ীতে মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। উপজেলা পূর্জা উদযাপন পরিষদের সভাপতি সলিল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভজন লাল দাসের পরিচালনায় উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুর্জা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা। সম্মেলনের উদ্বোধন করেন পুজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এডভোকেট নিরঞ্জন কুমার দে। প্রধান বক্তা ছিলেন পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্রাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি শ্রী দূর্গা কুমার দাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরিপদ শর্মা, পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শ্রী রিংকু চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক ভানু লাল দাস, সুদীপ্ত চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কানাইঘাট, পৌর শাখার সভাপতি শ্যামল কুমার দাস, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নিহার রঞ্জন বর্ধন, পৌর শাখার সভাপতি সুবোদ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত চক্রবর্তী ছাত্র-যুব ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি বিধান চৌধুরী, ছাত্র-ঐক্য পরিষদ পৌরসভা শাখার সভাপতি বিপ্লব কান্তি দাস (অপু), জন্মঅষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মিলন কুমার দাস, ছাত্র-ঐক্য পরিষদ পৌর শাখার সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস, ছাত্র-যুব ঐক্য পরিষদ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জয় চক্রবর্তী মুন্না, অর্থ-সম্পাদক অনুপ দাস (দিপু) পৌর শাখার সাংগঠনিক সম্পাদক মিঠুন চৌধুরীসহ উপজেলা পূর্জা উদযাপন পরিষদের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ মধ্যে বক্তব্য রাখেন, মানব রঞ্জন দাস, সুরেশ রায়, বিশ্বজিত রায়, বিকাশ দাস, প্রতাপ দাস প্রমুখ। সম্মেলন শেষে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে চিত্র শিল্পী ভানু লাল দাসকে সভাপতি ও ভজন লাল দাসকে পুনরায় সাধারণ সম্পাদক করে উপজেলা পূর্জা উদযাপন পরিষদের ২ বছর মেয়াদী আংশিক কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য সংগঠনের কেন্দ্রীয় নেতা এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা বলেন, সংখ্যালগুদের অধিকার আদায়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। এদেশের উন্নয়ন অগ্রগতির পিছনে প্রতিটি ধর্মের মানুষের অবদান রয়েছে। সেই ঐক্য আমাদের ধরে রাখতে হবে। ধর্মীয় উম্মাধনা সৃষ্টি করে দেশে আর ভবিষ্যতে কেউ নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য প্রতিটি ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ধর্মীয় সংখ্যালগুদের উপর নিপীড়নকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানান। উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভায় সংখ্যালগুদের প্রতিনিধিত্ব করার দাবী ও জানান তিনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়