Friday, March 3

আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন রিয়াজ-মৌসুমী

আবারও বড় পর্দায় জুটি বাঁধছেন রিয়াজ-মৌসুমী
কানাইঘাট নিউজ ডেস্ক: আবারও চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন রিয়াজ-মৌসুমী। নতুন ছবির নাম 'আমরাও পারি'।

ছবিটি নির্মিত হবে বাংলাদেশের মহিলাদের ফুটবল ইতিহাসের গৌরব গাঁথা নিয়ে। এরইমধ্যে ছবিটি নির্মাণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডোরেশনের সভাপতি গাজী সালাউদ্দিন ও মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহাফুজা আকতার কিরণের অনুমতি নেওয়া হয়েছে।

ছবির নির্মাতা পি এ কাজল বলেন, 'ছবিটি নির্মিত হবে বাংলাদেশের মহিলাদের ফুটবল ইতিহাসের গৌরব গাঁথা নিয়ে'। এরইমধ্যে ফুটবল কর্তৃপক্ষও অনুমতি দিয়েছেন। ছবির জন্য আমার প্রথম পছন্দ রিয়াজ-মৌসুমীকে। অভিনয়ের সমৃদ্ধশীলতায় এ দুজনই অনেক উঁচুমানের শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে। আশা করছি দারুণ কিছু হবে।

ছবিটি নিয়ে রিয়াজ বলেন, 'কাজল ভাই এই ছবিতে অভিনয়ের জন্য আমাকে প্রস্তাব দিয়েছেন'। আমি এখন অন্য কাজের জন্য ঢাকার বাইরে আছি। ঢাকায় এসে বিস্তারিত কথা বলবো। তবে প্রাথমিকভাবে আমি আমার আগ্রহের কথা জানিয়েছি। মৌসুমীর বিপরীতে কাজ করা সমবসময়ই উপভোগ্য বিষয়।

এদিকে মৌসুমী বলেন, 'আমি ছবির গল্প শুনেছি। ভালো লেগেছে। আমার চরিত্রটি মহিলা ফুটবলের টিম ম্যানেজারের। দর্শক এই প্রথমবার এমন চরিত্রে দেখবেন আমাকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়