Saturday, February 25

কানাইঘাট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৪ বাংলাদেশী আহত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ সিঙ্গারী খাল এলাকার ১৩১০ সীমান্ত মেইন পিলারে বাংলাদেশ অভ্যন্তরে ভারতীয় খাসিয়াদের গুলিতে ৪ বাংলাদেশী গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার সকাল অনুমান ৮টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের কানাইঘাট সীমান্তের লোহাশুনি খাসিয়া পুঞ্জি থেকে খাসিয়া পান কিনে আনার সময় বাংলাদেশের অভ্যন্তরে ডুকে অস্ত্রধারী খাসিয়ারা ৪ বাংলাদেশী পান বহনকারীর উপর গুলি ছুড়তে থাকে। এসময় খাসিয়াদের গুলিতে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মুসা মিয়ার পুত্র ফয়সল আহমদ (২৮), একই গ্রামের সুরুজ আলীর পুত্র নাজিম উদ্দিন (২৪), কুটি মিয়ার পুত্র এনাম উদ্দিন (২২) এবং হখই মিয়ার পুত্র শামিম আহমদ (৩০) আহত হয়। পরে আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি স্বীকার করে কানাইঘাট থানার ওসি (তদন্ত) কামাল হোসেইন কানাইঘাট নিউজকে জানিয়েছেন, ভারতীয় খাসিয়াদের গুলিতে স্থানীয় ৪ বাংলাদেশী আহতের খবর পেয়েছি। তাদের চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এঘটনাটি ঘটেছে এ ব্যাপারে তিনি কিছু বলেননি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়