Wednesday, February 1

'গোলমাল'-এর ৪র্থ সিক্যুয়েলে টাবু-পরিণীতি

'গোলমাল'-এর ৪র্থ সিক্যুয়েলে টাবু-পরিণীতি
কানাইঘাট নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় সিনেমা 'গোলমাল'-এর ৪র্থ সিক্যুয়েলে দেখা যাবে টাবু ও পরিণীতি চোপড়াকে। ছবিতে এছাড়া থাকছেন আরশাদ ওয়ার্সি, তুষার কাপুরও।

দীর্ঘ বিরতির পর কোনো কমেডি ছবিতে কাজ করতে যাচ্ছেন টাবু। এর আগে টাবু হেরাফেরি ও বিবি নাম্বার ওয়ান-এর মতো কমেডি ছবিগুলোয় অভিনয় করেছিলেন।

এই সিনেমার বিষয়ে টাবু মতামত জানতে চাওয়া হলে তিনি জানান, তার অনেকদিনের ইচ্ছে পূরণ হল অবশেষে। তবে এই নিয়ে বি-টাউনের একাংশে উঠেছে প্রশ্ন, কেন হঠাৎ করিনা কাপুরকে এই চরিত্র থেকে বাদ দেওয়া হল?

এ ব্যাপারে ছবির প্রোডাকশন হাউস থেকে জানানো হয়েছে, মা হওয়ার পরই এখনই এই ছবিতে করিনাকে নেওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, গতবছর সবাইকে চমকে দিয়ে অজয়-টাবু জুটির সাসপেন্স-থ্রিলার ছবি 'দৃশ্যম' বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। তাই এবার সফল কমেডি ছবি গোলমাল–এর সিক্যুয়ালে এ জুটি কতটা সফল হয়, এখন তা-ই দেখার অপেক্ষা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়