Wednesday, February 8

কলম্বিয়ার ইএলএন গ্রুপের সাথে শান্তি আলোচনা শুরু

কলম্বিয়ার ইএলএন গ্রুপের সাথে শান্তি আলোচনা শুরু

কানাইঘাট নিউজ ডেস্ক: কলম্বিয়ায় পাঁচ দশকেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান চেষ্টায় দেশটির বামপন্থী বিদ্রোহী গ্রুপ ইএলএন ও সরকারি প্রতিনিধিরা আলোচনা শুরু করেছেন।

ইকুয়েডরের রাজধানী কুইটোতে এ আলোচনা শুরু করা হয় এবং সেখানে এ সংক্রান্ত আরো আলোচনা অনুষ্ঠিত হবে।

কলম্বিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় প্রতিনিধিদের পাশাপাশি দাঁড়াতে দেখা যায়।

কলম্বিয়ার বৃহত্তম বিদ্রোহী গ্রুপ ফার্কের সাথে চার বছরের সফল আলোচনার পর তাদের সাথে এ আলোচনা শুরু করা হলো। গত ডিসেম্বরে ফার্কের সাথে সরকারের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।

ইএলএনের প্রধান আলোচক পাবলো বালট্রান উভয় পক্ষকে সুনির্দিষ্ট বিষয়ের ওপর আলোচনা চালিয়ে যাওয়ার আহবান জানান যাতে তারা তাদের মতপার্থক্য দূর করে ঐক্যবদ্ধ হতে পারেন।

এদিকে সরকারের শীর্ষ প্রতিনিধি জুয়ান কামিলো রেসট্রিপো বলেন, ‘তিনি ইএলএন’র সাথে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে ফার্কের সাথে হওয়া আলোচনা থেকে শিক্ষা নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।’

উভয় পক্ষ এ ব্যাপারে সম্মত হয়েছে যে, শান্তি চুক্তি অর্জনের ক্ষেত্রে কলম্বিয়ার জন্য এটি একটি বড় সুযোগ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়