Sunday, February 26

ছাত্রলীগের কমিটির বিরুদ্ধে কানাইঘাটে ঝাড়ু মিছিল


কানাইঘাট নিউজ ডেস্ক: নব গঠিত কানাইঘাট উপজেলা ছাত্রলীগ কমিটিকে অবাঞ্ছিত ঘোষনা করে কানাইঘাট বাজারে ঝাড়ু মিছিল করা হয়। শনিবার রাতে মিছিল শেষে কানাইঘাট বাজারে পয়েন্টে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবির তারেক ওই সভায় সভাপতিত্ব করেন ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশফাক হোসেনের সভাটি পরিচালনা করেন। সভাপতির বক্তেব্য পথসভায় হুমায়ন কবির তারেক বলেন, ছাত্রদল, ছাত্রশিবির, অছাত্র, বিবাহিত ও চাকরিজীবীদের দিয়ে একটি পকেট কমিটি করা হয়েছে। আমরা এই কমিটিকে কানাইঘাটে অবাঞ্ছিত ঘোষনা ও পদত্যাগ করছি।এই কমিটি বাতিল করা না পর্যন্ত আমরা আন্দোলন করে যাব । সভায় বক্তব্য রাখেন- নব গঠিত কমিটির উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল কাহির কাহার, উপ দপ্তর সম্পাদক আশরাফ চৌধরী, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. শহীদুল্লাহ, নবগঠিত পৌর ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ, কানাইঘাট সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাজু আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন, রিজবি, মুন্না, কানাইঘাট কলেজ ছাত্রলীগ নেতা ,ডালিম, সাহেদ, মারফ, আফজাল প্রমুখ। প্রসঙ্গত, প্রায় এক যুগ পর সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার ছাত্রলীগের জেলা সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী আগামী এক বছরের জন্য ওই কমিটির অনুমোদন করেন। 
সূত্র: সিলেট ভিউ

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়