
কানাইঘাট নিউজ ডেস্ক: এ
নিয়ে চারবার খেলার দুনিয়ার ‘অস্কার’ লরিয়াস অ্যাওয়ার্ড জিতে টেনিস
সম্রাট রজার ফেদেরারকে ছুঁলেন উসাইন বোল্ট। আর সেরা মহিলা খেলোয়াড়ের
পুরস্কার উঠেছে মার্কিন জিমন্যাস্ট সিমন বাইলের হাতে।
২০১৬ রিও অলিম্পিকে সোনার হ্যাটট্রিক দৌড় শেষ করেন ‘বিদ্যুৎ’ বোল্ট। সেই সঙ্গে ‘ট্রিপল-ট্রিপল’ করেন জ্যামাইকান অ্যাথলেট। বেইজিং, লন্ডনের পর রিও-তে তিনটি ইভেন্টেই সোনা জয়ের বিশ্বরেকর্ড গড়েন বোল্ট।
যদিও পরে এই সম্মান হাতছাড়া হয় বিশ্বের দ্রুততম মানবের। কারণ মাস দু’য়েক আগে বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলে-তে তার সতীর্থ ডোপ টেস্টে ধরা পড়ায় বেইজিং অলিম্পিকে পদক হারান বোল্ট। যদিও এতে তার সম্মানহানি হয়নি।
এর আগে ২০০৯, ২০১০ এবং ২০১৩ সালে খেলার দুনিয়ার অস্কার পেয়েছিলেন জ্যামাইকান অ্যাথলেট।
২০১৬ রিও অলিম্পিকে সোনার হ্যাটট্রিক দৌড় শেষ করেন ‘বিদ্যুৎ’ বোল্ট। সেই সঙ্গে ‘ট্রিপল-ট্রিপল’ করেন জ্যামাইকান অ্যাথলেট। বেইজিং, লন্ডনের পর রিও-তে তিনটি ইভেন্টেই সোনা জয়ের বিশ্বরেকর্ড গড়েন বোল্ট।
যদিও পরে এই সম্মান হাতছাড়া হয় বিশ্বের দ্রুততম মানবের। কারণ মাস দু’য়েক আগে বেইজিং অলিম্পিকে ৪x১০০ মিটার রিলে-তে তার সতীর্থ ডোপ টেস্টে ধরা পড়ায় বেইজিং অলিম্পিকে পদক হারান বোল্ট। যদিও এতে তার সম্মানহানি হয়নি।
এর আগে ২০০৯, ২০১০ এবং ২০১৩ সালে খেলার দুনিয়ার অস্কার পেয়েছিলেন জ্যামাইকান অ্যাথলেট।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়