Friday, February 24

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা জিয়া নিহত

খুলনায় ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থি নেতা জিয়া নিহত
কানাইঘাট নিউজ ডেস্ক: খুলনায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' চরমপন্থি দল নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড জিয়া সানা ওরফে হাতকাটা জিয়া নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে হরিণটানা থানার কৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

হরিণটানা থানার ওসি মিজানুর রহমান জানান, একদল ডাকাত কৈয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশও পাল্টা ৫ রাউন্ড গুলি করে।

'গুলি বিনিময়ের একপর্যায়ে জিয়া গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান। গুলিবিদ্ধ জিয়াকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

তিনি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি করে দুটি আগ্নেয়াস্ত্র, দুটি রামদা ও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চার পুলিশ সদস্যও আহত হয়েছে।

নিহত জিয়ার বিরুদ্ধে ছয়টি হত্যাসহ নয়টি মামলা রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়