নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যান্য পরীক্ষা কেন্দ্রের সাথে কানাইঘাটে শুরু হয়েছে এসএসসি/দাখিল/এসএসসি ভোকেশনাল পরীক্ষা। বৃহস্পতিবার উপজেলার ৬টি কেন্দ্রে এবার এসএসসি/দাখিল/ এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ২ হাজার ৬শত ৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করেছেন। এসএসসি পরীক্ষায় কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় ভেনূ কেন্দ্র রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় (৮৭৪ জন) গাছবাড়ী মর্ডাণ একাডেমী (৪৬৩ জন) দুর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ (১৭১ জন) সড়কের বাজার উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে (৫৮১ জন) পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। অপর দিকে একমাত্র কেন্দ্র কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসায় ৪শত ৬৩ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষার্থী এবং এসএসসি সমমান ভোকেশনাল পরীক্ষায় সুরতুননেছা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৪ জন পরীক্ষায় অংশ গ্রহণ করেন। প্রথম দিনের পরীক্ষায় এসএসসিতে ০৮ জন,এসএসসি সমমান ভোকেশনাল পরীক্ষায় ২ জন এবং দাখিল পরীক্ষায় ০৮জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরীক্ষা কেন্দ্র পর্যবেক্ষণ করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম সহ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, তাদের সাথে ছিলেন সাংবাদিক আব্দুন নুর, আমিনুল ইসলাম, শাহীন আহমদ,মাহফুজ সিদ্দিকী । এ ছাড়া উপজেলা প্রশাসনের বিশেষ টিম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন বলে জানা গেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়