Tuesday, February 14

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪

বাগদাদে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ৪

কানাইঘাট নিউজ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের আজ মঙ্গলবার গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৪ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৪ জন।

পুলিশের বরাত দিয়ে সিনহুয়া একথা জানায়।

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র জানায়, মঙ্গলবার সকালে বাগদাদের শিল্পাঞ্চলে এ গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

‘সেখানে এ বিস্ফোরণে পার্শ্ববর্তী স্থানে থাকা কমপক্ষে সাতটি গাড়ি বিধ্বস্ত হয়। শিয়া অধ্যুষিত ওই এলাকায় নিরাপত্তা বাহিনী ও স্থানীয় লোকজনের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনায় ইরাকি নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যেই এ বিস্ফোরণ ঘটানো হয়।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়