Tuesday, February 21

কানাইঘাটে পাগলা কুকুরের কামড়ে আহত ৯

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার লক্ষীপ্রসাদ ইউপি'র সুরইঘাট বাজারে এ ঘটনা ঘটে। তবে,তাৎক্ষনিকভাবে আহতদের নাম-ঠিকানা জানা যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মঙ্গলবার বিকেল ৫টার দিকে সুরইঘাট বাজারে একটি বেওয়ারিশ পাগলা কুকুর হঠাৎ করেই মানুষকে কামড়াতে শুরু করে। বাজারে আগত প্রায় ৯জন লোককে কামড়ে আহত করে। এসময় বাজারে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কুকুরের কামড়ে  আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়