Wednesday, February 22

'২০১৮ সালের পর দেশে গ্যাসের সমস্যা হবে না'

'২০১৮ সালের পর দেশে গ্যাসের সমস্যা হবে না'
কানাইঘাট নিউজ ডেস্ক: ২০১৮ সালের পর দেশে গ্যাসের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বুধবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এসময় অর্থমন্ত্রী অারো বলেন, প্রয়োজনে গ্যাস আমদানি করা হবে। তবে আমদানি-প্রক্রিয়া সম্পর্কে কিছু বলেননি অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, 'আমরা অনেক ভালো ভালো পরিকল্পনা করি'। কিন্তু সব পরিকল্পনার বাস্তবায়ন হয় না। গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। সিলেটের মানবসম্পদ বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে অবদান রাখছে। এই মানবসম্পদ আমাদের দেশে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, ডিআইজি কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
সূত্র:বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়