নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দিচ্ছেন সিলেট পুলিশ লাইনের কর্মরত ইন্সপেক্টর আব্দুল আহাদ। তিনি কানাইঘাট থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা বাসিন্দা আব্দুল আহাদ এর আগে সিলেটের বিশ্বনাথ থানার সাব ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। সিলেটের পুলিশ লাইন থেকে অফিসার ইনচার্জ হিসেবে আগামীকাল কানাইঘাট থানার দায়িত্ব গ্রহণ করবেন বিদায়ী অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের কাছ থেকে। আব্দুল আহাদের কানাইঘাটে যোগদানের খবরটি সিলেট পুলিশ সুপারের অফিস সূত্র জানা গেছে। কানাইঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ হুমায়ুন কবির সদ্য সহকারী পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়