Friday, February 10

কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে থানার ওসি'র বিদায় ও বরণ অনুষ্ঠান


নিজাম উদ্দিন: কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ সদ্য সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ হুমায়ুন কবিরের অন্যত্র বদলী জনিত উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা এবং থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আহাদের কানাইঘাট থানায় যোগদান উপলক্ষ্যে ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এম.এ হান্নানের সভাপতিত্বে ও দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক কানাইঘাট সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত অতিথি কানাইঘাট থানার বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, নবাগত অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য হোসেন আহমদ, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, খলিলুর রহমান, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, ৮নং ওয়ার্ডের কাউন্সিলার তাজ উদ্দিন, পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হক, রোটারিয়ান ইকবাল হোসেন। প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দৈনিক ভোরের পাতা পত্রিকার সিলেটের ব্যুারো চিফ জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সদস্য মাহবুবুর রশিদ, আব্দুন নুর, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন আলাই, সুজন চন্দ অনুপ, তরুন কবি আব্দুল্লাহ আল মাহমুদ। উপস্থিত ছিলেন, কানাইঘাট বাজার লেসী হাজী করামত আলী, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী
আয়াজ উদ্দিন, বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের সভাপতি জিএম হায়দার, কানাইঘাট ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল হোসেন, আনোয়ার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ বলেন, কানাইঘাট প্রেসক্লাব হচ্ছে এ জনপদের ঐক্যের প্রতিষ্ঠান। প্রেসক্লাবের উদ্যোগে সব সময় যারা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড ও আইন শৃঙ্খলার দায়িত্বে থাকেন তাদের কর্মের মূল্যায়ন স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়। যার মাধ্যমে সরকারী কর্মকর্তারা ভালো কাজে উৎসাহ উদ্দীপনা পাবেন এবং তাদের কর্মের মূল্যায়ন হবে। তিনি কানাইঘাটের কর্মরত সাংবাদিকদের প্রশংসা করে বলেন, তারা সব সময় সত্যের পক্ষে বলিষ্ট ভূমিকা পালন করে থাকেন। কানাইঘাটের আর্ত সামাজিক উন্নয়নে সাংবাদিকদের আরো তথ্য বহুল বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করার জন্য আহ্বান জানান। বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির তার বক্তব্যে বলেন, কানাইঘাট থানায় ১৭ মাস দায়িত্ব পালনের সময় আইন শৃঙ্খলার উন্নয়নে কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও কর্মরত সাংবাদিকরা আমাকে যে সহযোগিতা করেছেন তা আমি কখনও ভুলব না। একটি এলাকার আইন শৃঙ্খলার উন্নয়নে সাংবাদিকরা বড় ধরনের ভূমিকা পালন করে থাকেন। আজ সাংবাদিকরা আমাকে সংবর্ধনার ম্যাধমে বিধায় দিচ্ছেন, আমি তা কখনও ভুলব না। দায়িত্ব পালনের সময় কাউকে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। কানাইঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ তার বক্তব্যে বলেন, আমি যেখানেই চাকুরী করেছি, সব সময় সাংবাদিকদের সাথে আমার সু-সম্পর্ক ছিল। কানাইঘাট থানায় যোগদান করার পর প্রেসক্লাবের নেতৃবৃন্দ আমাকে যেভাবে বরণ করে নিয়েছেন এর মধ্য দিয়ে আমি আমার কাজে উদ্দীপনা পাব এবং সাংবাদিক সহ সবাইকে নিয়ে কানাইঘাটকে একটি শান্তির জনপদে পরিণত করতে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাব। কোন অন্যায় এবং অপরাধীকে আমি কখনও পশ্রয় দিব না এই প্রত্যয় আমি করছি। কর্মরত সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, বিদায়ী অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির ১৭মাস কানাইঘাট থানায় দায়িত্ব পালনের সময় অত্যন্ত সাহসিকতা ও নিষ্ঠার সাথে থানার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন করতে সক্ষম হয়েছিলেন। রাজনৈতিক হানাহানি এবং ডাকাতি, চুরি ও বড় ধরনের অপরাধ কর্মকান্ড দমন এবং কানাইঘাটকে মাদক মুক্ত করতে তার আন্তরিকতা ও প্রচেষ্টা ছিল। পাশাপাশি জঙ্গী কর্মকান্ড দমন এবং কমিউনিটি পুলিশের কার্যক্রম শক্তিশালী এবং পেশাগত দায়িত্ব পালনের সময় স্থানীয় সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা করায় বিদায়ী অফিসার ইনচার্জকে সাংবাদিকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে বিদায়ী অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরকে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান এবং নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আহাদকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়