কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়কমন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা প্রায় সবকটি প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারিকরণ করেছি। আগামী জানুয়ারির পরে সিলেট জেলায় জরাজীর্ণ কোন বিদ্যালয় ভবন থাকবে না।শিক্ষকদের প্রতি বলেন, শিক্ষকতা শুধু মহান পেশা নয় তা বড় ধরণের ইবাদত। দেশে শিক্ষার হার বাড়াতে হলে প্রাথমিক শিক্ষার প্রতি শিক্ষকরা গুরুত্ব দিতে হবে। সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সকল ধরণের সহযোগীতা অব্যাহত রেখেছে।সিলেট জেলা পরিষদ মিলায়তনে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন নিয়ে অাজ বুধবার এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন। এ সময় অনান্যদের মধ্যে উপস্তিত ছিলেন -কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ ইসমাইল, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও সিলেট জেলার সভাপতি অজিত পাল, কেন্দ্রীয় আন্তজাতিক সম্পাদক মতিলাল গুপ্ত, কেন্দ্রীয় সহ-মহিলা সম্পাদিকা খাদিজা খাতুন, জেলার যুগ্নসম্পাদক মো: নিজাম উদ্দিন , নিহার রজ্ঞন বর্ধন, শাহাব উদ্দিন শাহীন, জৈন্তাপুর উপজেলা সভাপতি গোলাম মোস্তফা , গোলাপগন্জ উপজেলা সভাপতি জামাল আহমদ প্রমুখ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়