Wednesday, February 1

পাঞ্জাবে সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ৩

পাঞ্জাবে সমাবেশে বোমা বিস্ফোরণে নিহত ৩
কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের পাঞ্জাবে কংগ্রেস সমর্থকদের এক সমাবেশে গাড়ি বোমা বিস্ফোরণে ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেে আরো প্রায় ১৫ জন।

মঙ্গলবার সন্ধ্যায় মর মান্ডি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, আসন্ন বিধানসভা নির্বাচনের এক সমাবেশে মঙ্গলবার বাতিন্দা’র মর মান্ডি এলাকায় কংগ্রেস প্রার্থী হার্মিন্দার জাসি বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সমাবেশের কাছেই এক শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই কংগ্রেস প্রার্থীকে সরিয়ে নেয়ার পাশাপাশি হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার তদন্ত ইতিমধ্যে শুরু করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়