Wednesday, February 15

আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে ২৬ জঙ্গি নিহত

আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে ২৬ জঙ্গি নিহত
কানাইঘাট নিউজ ডেস্ক: আফগানিস্তানে জঙ্গি বিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৬ জঙ্গি নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো আটজন।

আজ বুধবার খবরটি নিশ্চিত করেছে এএফপি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী দেশের বিভিন্ন অংশে বেশ কয়েকটি যৌথ অভিযান চালায়। এতে ২৬ বিদ্রোহী নিহত ও অপর আটজন আহত হয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়, নিহতদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গ্রুপের সদস্য ছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যৌথবাহিনী দেশের ৩৪টি প্রদেশের মধ্যে ১১টি প্রদেশে এই অভিযানকালে বেশকিছু হালকা ও ভারী গোলাবারুদ উদ্ধার ও জব্দ করা হয়। এছাড়া যৌথ বাহিনী অভিযানকালে নয় ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়