Saturday, February 11

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত টিএইচও ডাঃ মোহাম্মদ সাঈদ এনামের যোগদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও হিসাবে যোগদান করেছেন ডাঃ মোহাম্মদ সাঈদ এনাম। গত ৩০ জানুয়ারী তিনি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইউএইচও হিসাবে পদোন্নতি পেয়ে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এদিকে নবাগত উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তাকে ডাঃ মোহাম্মদ সাঈদ এনামকে হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে বরন করে নেন। এ সময় তিনি কানাইঘাট উপজেলাবাসী সরকারের প্রদত্ত সকল চিকিৎসা সেবার সুযোগ দ্রুত পান এজন্য হাসপাতালের কর্মরত ডাক্তাদের আরো আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসবেন তাদেরকে সব ধরনের সেবার প্রতিশ্রুতি দেন নবাগত স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাঈদ এনাম। ফুল দিয়ে বরন করার সময় হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবুল হারিছ, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোঃ মারুফ আহমদ, পরিসংখ্যান বিধ সুবুধ চন্দ্র দাস, সহকারী সার্জন ডাঃ তাহমিনা বেগম, স্বাস্থ্য পরিদর্শক মোঃ ইয়াজুল আমিন, ফুড ইন্সপেক্টর আবুল কালাম আজাদ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়