Wednesday, February 1

সবচেয়ে দামি বইটির মালিক বিল গেটস

সবচেয়ে দামি বইটির মালিক বিল গেটস

কানাইঘাট নিউজ ডেস্ক: ফ্রেন্ড-ফিলোসফার অ্যান্ড গাইড এই তিনটি ভূমিকাতেই সবচেয়ে সফল বোধ হয় একমাত্র বই। মনোবিদরা বলেন, একজন মানুষকে ঠিকভাবে চেনার জন্য তিনি কী ধরনের বই পড়েন সেটা লক্ষ্য করা খুব প্রয়োজনীয়।

অতএব বই যে অত্যন্ত মূল্যবান সে বিষয়ে কোন সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে মূল্যবান বইটি কার দখলে রয়েছে তা অনেকেই জানেন না। সেই দামী বইটি বিল গেটসের আলমারিতে আছে।

১৯৯৪ সালের ১১ই নভেম্বর বইটি কিনেছিলেন বিল গেটস। বইটি ছিল- লিওনার্দো দ্য ভিঞ্চির 'Codex Leicester'-এর অরিজিনাল স্ক্রিপ্ট। বাংলাদেশি টাকায় ওই বইয়ের দাম প্রায় ২৫১ কোটি টাকা ($30,802,500)।
codex leicester
এই বইটিতে জগৎ বিখ্যাত এই চিত্রকর ডুবোজাহাজ ও বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কারের ইঙ্গিত দিয়েছিলেন। ১৫০৬ থেকে ১৫১০ সালের মধ্যে এই অরিজিনাল স্ক্রিপ্টটি তৈরি হয়। ভিঞ্চি তার মনের ভিতরের বিরল উপলব্ধি সমূহ প্রকাশ করেছেন ৭২ পৃষ্ঠার এ বইয়ে।

codex leicester

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়