Thursday, February 23

মার্চে নতুন আইফোন অবমুক্ত করবে অ্যাপল

মার্চে নতুন আইফোন অবমুক্ত করবে অ্যাপল

কানাইঘাট নিউজ ডেস্ক: মার্চ মাসে অ্যাপল নতুন আইফোন অবমুক্ত করতে যাচ্ছে। ম্যাকরিউমার্স এর তথ্যমতে, অ্যাপল মার্চে ১২৮ জিবির আইফোন  এসই এবং নতুন আইপ্যাড অবমুক্ত করতে যাচ্ছে।

অ্যাপলের নতুন এই আইফোন হবে ১২৮ জিবি মেমোরি ভার্সনের। নতুন এই ফোন আইফোন ৭ এস এবং আইফোন ৭ এস প্লাসের উন্নত সংস্করণ।

জাপানের ব্লগ ম্যাকওটাকারা জানিয়েছে, অ্যাপল নতুন প্রজন্মের আই প্যাড অবমুক্ত করা যাচ্ছে। এগুলোর ডিসপ্লে হবে অপেক্ষাকৃত বড়। অন্যদিকে অ্যাপলের নতুন আইফোন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বাজারে ছাড়া হবে।

অ্যাপল জানিয়েছে, তাদের আইফোনের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। যার কারণে নতুন ফোন আনছে প্রতিষ্ঠানটি। ১২৮ জিবি ভার্সনের নতুন আইফোনের দাম হবে ৪৯৯ থেকে ৫৪৯ ডলারের মধ্যে।

আর আগে অ্যাপল ঘোষণা দেয় শিগগিরই বাজারে আসছে আইফোন ৮। বেশ কিছুদিন ধরেই আইফোন ৮ নিয়ে গুজব রটেছে বাজারে । একটি রিপোর্ট অনুযায়ী, নতুন এই ফোনে থাকবে একটি কার্ভড ওএলইডি ডিসপ্লে প্যানেল। আইফোন ৮ এর ডিজাইনের বড় পরিবর্তন আসতে চলেছে।

এই ফোনটিতে থাকছে নতুন সেনসর টেকনোলজি । ফলে ব্যবহারকারী মডেলের যেকোনো দিকে হাত দিলেই তা রেসপন্ড করবে।

বেশ কিছু রিপোর্টে এটাও দাবি করা হয়েছে যে অ্যাপেলের আগামী ফোনের মডেলে ফোল্ডেবেল ডিসপ্লে থাকতে পারে। তবে ২০১৭ মুক্তি পেতে চলেছে যে মডেল তাতে এই ফিচার থাকবে কিনা তা নিয়ে যতেষ্ট সংশয় রয়েছে।

অনুমান করা হচ্ছে ২০১৭ সালে তিনটি মডেল বাজারে আনতে চলেছে অ্যাপেল।  আসন্ন ফোনের ডিসপ্লেতে টাচআইডি সেন্সর, ফেস টাইম ক্যামেরা, স্পিকার এমবেড করতে পারে অ্যাপল। এর মধ্যে দুটি ফোনে থাকবে এলসিডি ফ্ল্যাট প্যানেল। একটির ডিসপ্লে ৪.৭ ইঞ্চির ও অন্যটির ৫.৫ ইঞ্চির।  আরেকটি মডেলে থাকবে কার্ভড ও এজলেস ওএলইডি ডিসপ্লে। উন্নতমানের ক্যামেরা এবং তারবিহীন চার্জিংয়ের ব্যবস্থা থাকবে নতুন আইফোনে। 
সূত্র:  বিডিলাইভ ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়