Saturday, January 7

দেখা-মিললো-তিন-পর্দার-ল্যাপটপের

দেখা মিললো তিন পর্দার ল্যাপটপের
কানাইঘাট নিউজ ডেস্ক: দুই পর্দার পর এবার দেখা মিললো তিন পর্দার ল্যাপটপের। যুক্তরাষ্ট্রে লাস ভেগাসে চলমান সিইএস টেক শোতে দেখা মিললো তিন পর্দার ফোর-কে প্রযুক্তির ল্যাপটপের।

প্রজেক্ট ভ্যালেরির আওতায় এই গেমিং ল্যাপটপ তৈরি করেছে রেজার নামের একটি প্রতিষ্ঠান। এটা হলো ল্যাপটপটির নমুনা সংস্করণ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,ল্যাপটপের মূল পর্দাটি (স্ক্রিন) সাধারণ ল্যাপটপের মতোই থাকবে। বাকি দুটি পর্দা মূল পর্দার দুই পাশে স্লাইড আকারে বের হবে। আর প্রতিটি পর্দার মাপ ১৭ ইঞ্চি। তবে ভাঁজ করার পর ল্যাপটপটির পুরুত্ব দাঁড়াবে দেড় ইঞ্চি। ল্যাপটপটি কবে বাজারে ছাড়া হবে সে বিষয়ে কিছু বলেনি রেজার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়