Tuesday, January 10

কানাইঘাট মালীগ্রাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শওকত আলী আর নেই


নিজস্ব প্রতিবেদক: জমিয়তে উলামা বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্ঠা,কানাইঘাট চতুল মালীগ্রাম মাতলাউল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা শওকত আলী আর নেই(ইন্নালিল্লাহি….রাজিউন)।মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উনার নিজ বাড়িতে(বড় চতুল গ্রামে) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৯০ বছর। মাওলানা শওকত আলী বেশ কিছুদিন ধরে হৃদরোগে রোগে ভুগছিলেন। মঙ্গলবার বাদ মাগরিব বড় চতুল মধ্য মসজিদ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। তার মৃত্যুর সংবাদে স্বজন-পরিবার, ভক্তকূল ও আলেম-উলামাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
 শোক প্রকাশ: মাওলানা শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জমিয়তে উলামার প্রধান উপদেষ্ঠা শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরী,জমিয়তে উলামার কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী হারুনুর রশীদ চতুলী। কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মহিউদ্দিন,জমিয়তে উলামার উপদেষ্ঠা বড় চতুল ইউ’পি চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চতুলী,কুড়ার পার উত্তর জামে মসজিদের মুতাওয়াল্লি মো: আব্দুল্লাহ প্রমূখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়