Wednesday, January 11

তামিমের হাতে স্ক্যান

তামিমের হাতে স্ক্যান

কানাইঘাট নিউজ ডেস্ক: ‘ব্যথা বেশি নেই। নেটে একটু ব্যাটিং করার পর জায়গাটা আবার একটু ফুলেছে। কালো হয়ে গেছে’—কাল রাতে বলছিলেন তামিম। তবে তাঁর আশা, এটুকু সমস্যায় খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।

বিষয়টা পুরোপুরি পরিষ্কার হয়ে যাওয়ার কথা আজ সকালে। তামিমই জানালেন, ‘কাল (আজ) সকালে স্ক্যান করাব। ফ্র্যাকচার-জাতীয় বড় সমস্যা হলে তাতে ধরা পড়বে। তবে আমার বিশ্বাস, খারাপ কিছু হবে না।’

মাউন্ট মঙ্গানুইয়ের শেষ টি-টোয়েন্টি বাংলাদেশকে ভালোই ধাক্কা দিয়েছে। ওই এক ম্যাচে চোট পান মাশরাফি বিন মুর্তজা, তামিম ও আরেক ওপেনার ইমরুল কায়েস। ইমরুলের সমস্যা মোটামুটি সেরে গেছে বলেই মনে হলো। সকালে নেটে পুরোদমে ব্যাটিং করেছেন। আর মাশরাফি পরিবার নিয়ে গেছেন অকল্যান্ডে। সেখানে আজকালের মধ্যে আরেকবার চিকিৎসক দেখানোর কথা তাঁর। সর্বশেষ অবস্থা জানার জন্য দলের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাঁকে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়