
কানাইঘাট নিউজ ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ঐক্যমতের সরকার গঠন করতে সম্মত হয়েছে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্তিন কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে তিন দিনের আলোচনা শেষে ঐক্য সরকার গঠনের ব্যাপারে চুক্তিতে পৌঁছায় ফাতাহ এবং হামাস। খবর আল জাজিরার।
চুক্তি অনুযায়ী ফাতাহ এবং হামাস মিলে একটি নতুন জাতীয় কাউন্সিল গঠন করবে। এতে নির্বাসিত ফিলিস্তিনীরাও থাকবেন। এই কাউন্সিল নির্বাচনের আয়োজন করবে, যার মধ্য দিয়ে দেশটিতে জনপ্রতিনিধিত্বের সরকার গঠিত হবে।
ফিলিস্তিনের বিবাদমান সংগঠন দুটি যেসব শর্তের ভিত্তিতে ঐক্য সরকার গঠন করছে তাকে এ যাবতকালের মধ্যে সবচেয়ে উত্তম শর্ত বলে অভিহিত করেছেন ফাতাহের সিনিয়র কর্মকর্তা আজ্জাম আল আহমাদ।
উল্লেখ্য, ২০০৬ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ফিলিস্তিনের সরকার গঠন করেছিল হামাস। পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে হামাস।
এই বিরোধের জের ধরে ২০০৭ সালে ফাতাহ এবং হামাসের মধ্যে গৃহযুদ্ধ হয়। তখন থেকে ফাতাহ পশ্চিম তীর এবং হামাস গাজা শাসন করছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাশিয়ার রাজধানী মস্কোতে তিন দিনের আলোচনা শেষে ঐক্য সরকার গঠনের ব্যাপারে চুক্তিতে পৌঁছায় ফাতাহ এবং হামাস। খবর আল জাজিরার।
চুক্তি অনুযায়ী ফাতাহ এবং হামাস মিলে একটি নতুন জাতীয় কাউন্সিল গঠন করবে। এতে নির্বাসিত ফিলিস্তিনীরাও থাকবেন। এই কাউন্সিল নির্বাচনের আয়োজন করবে, যার মধ্য দিয়ে দেশটিতে জনপ্রতিনিধিত্বের সরকার গঠিত হবে।
ফিলিস্তিনের বিবাদমান সংগঠন দুটি যেসব শর্তের ভিত্তিতে ঐক্য সরকার গঠন করছে তাকে এ যাবতকালের মধ্যে সবচেয়ে উত্তম শর্ত বলে অভিহিত করেছেন ফাতাহের সিনিয়র কর্মকর্তা আজ্জাম আল আহমাদ।
উল্লেখ্য, ২০০৬ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ফিলিস্তিনের সরকার গঠন করেছিল হামাস। পরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতাহের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে হামাস।
এই বিরোধের জের ধরে ২০০৭ সালে ফাতাহ এবং হামাসের মধ্যে গৃহযুদ্ধ হয়। তখন থেকে ফাতাহ পশ্চিম তীর এবং হামাস গাজা শাসন করছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়