Saturday, January 7

কানাইঘাটের কৃতি ছাত্র মাসুদ ! হিফজ পরীক্ষায় জেলার মধ্যে দ্বিতীয়


নিজস্ব প্রতিবেদক: এবারের তাহফিজুল ক্বোরআন শিক্ষাবোর্ড,সিলেট এর অধীনে হাফিজি পরীক্ষায় কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম মাওলানা  তজম্মুল আলী’র চতুর্থ পুত্র হাফিজ মাসুদ(১৬) কানাইঘাট তালবাড়ী জামেয়া থেকে অংশ নিয়ে সিলেট জেলার মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কৃতি শিক্ষার্থী মাসুদ এর এ সাফল্যের জন্য জামেয়ার শিক্ষক মন্ডলী এবং বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। সে সবার দোয়াপ্রার্থী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়