Wednesday, January 18

চট্টগ্রামে হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ২

চট্টগ্রামে হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ২

কানাইঘাট নিউজ ডেস্ক: চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের লিফট ছিড়ে দুজন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আগ্রাবাদ সিডিএ এলাকার হাসপাতালটির ওই দুর্ঘটনায় দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের একজনকে হাসপাতালের আইসিইউতে ও অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে লিফটম্যান মো. সাইফুলের অবস্থা আশঙ্কাজনক। তার একটি পা ভেঙ্গে গেছে। তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। অপর অজ্ঞাত ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কী কারণে লিফটি ছিঁড়ে পড়ে গেল, তার তদন্ত চলছে বলে জানান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন।
সূত্র: বিডিলাইভ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়