কানাইঘাট নিউজ ডেস্ক:
আত্মজীবনীতে কাজল ও শাহরুখের সঙ্গে বন্ধুত্বে ফাটল কিংবা নিজের যৌনজীবন
নিয়ে কথা বলতে বলিউডের পরিচালক করণ জোহর পিছপা হন না। অপ্রকাশিত আত্মজীবনী
বইতে কারিনা কাপুরের সঙ্গেও ঝামেলার কথা অকপটে স্বীকার করেছেন করণ।
কারণটা হলো, কারিনা নাকি খুব বেশি পারিশ্রমিক চেয়েছিলেন করণের কাছে। প্রীতি জিনতার জায়গায় কারিনা কাপুরের অভিনয় করার কথা ছিল করণের ব্লকব্লাস্টার হিট ছবি ‘কাল হো না হো’-তে।
কিন্তু শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক চাওয়ায় ছবি থেকে বাদ পড়ে যান কারিনা। খুব মন খারাপ করেছিলেন করণ। বন্ধুত্বে ফাটল ধরেছিল তাদের। করনের জীবনীগ্রন্থ ‘অ্যান আনস্যুটেবল বয়’-তে তিনি লিখেছেন, 'তিনি শাহরুখের সমপরিমাণ অর্থ চেয়েছিলেন'। আমি বলেছি 'দুঃখিত'।
করণ লিখেছেন, তিনি খুব কষ্ট পেয়েছিলেন এরপর যখন কারিনাকে তিনি ফোন করেছিলেন, কারিনা ফোন ধরেননি। তাই অগত্যা বাদ দিয়েছিলেন তাকে।
করণ আরো লেখেন, 'আমরা নভেম্বরে ‘কাল হো না হো’ মুক্তি দিয়েছিলাম'। জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে আমরা শুটিং করেছিলাম এবং আমাকে গানের শুটিং করতে হয়েছিল, প্রোমো তৈরি করতে হয়েছিল এবং আরো অনেক কিছু। …তখন আমার বাবা নিউইয়র্কে চিকিৎসা করাচ্ছিলেন। ওই সময় কারিনা আমাকে ফোন করেছিল। তখন আগস্ট মাস।
নয় মাস ধরে আমাদের মধ্যে কথা হয়নি। সে আমাকে ফোন দিয়ে বলল, আমি ইয়াশ আঙ্কেলের কথা শুনলাম।
সম্প্রতি কাজলের সঙ্গেও ছবি মুক্তির তারিখ নিয়ে করণের মনোমালিন্য হয়। কাজল চাননি স্বামী অজয় দেবগনের ছবি ‘শিবায়’ আর বন্ধু করণ পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পাক। ক্ষুব্ধ কাজল একটি টুইট বার্তায় ২৫ বছরের বন্ধুত্বের ইতি টানেন।
কারণটা হলো, কারিনা নাকি খুব বেশি পারিশ্রমিক চেয়েছিলেন করণের কাছে। প্রীতি জিনতার জায়গায় কারিনা কাপুরের অভিনয় করার কথা ছিল করণের ব্লকব্লাস্টার হিট ছবি ‘কাল হো না হো’-তে।
কিন্তু শাহরুখ খানের সমপরিমাণ পারিশ্রমিক চাওয়ায় ছবি থেকে বাদ পড়ে যান কারিনা। খুব মন খারাপ করেছিলেন করণ। বন্ধুত্বে ফাটল ধরেছিল তাদের। করনের জীবনীগ্রন্থ ‘অ্যান আনস্যুটেবল বয়’-তে তিনি লিখেছেন, 'তিনি শাহরুখের সমপরিমাণ অর্থ চেয়েছিলেন'। আমি বলেছি 'দুঃখিত'।
করণ লিখেছেন, তিনি খুব কষ্ট পেয়েছিলেন এরপর যখন কারিনাকে তিনি ফোন করেছিলেন, কারিনা ফোন ধরেননি। তাই অগত্যা বাদ দিয়েছিলেন তাকে।
করণ আরো লেখেন, 'আমরা নভেম্বরে ‘কাল হো না হো’ মুক্তি দিয়েছিলাম'। জুন, জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরে আমরা শুটিং করেছিলাম এবং আমাকে গানের শুটিং করতে হয়েছিল, প্রোমো তৈরি করতে হয়েছিল এবং আরো অনেক কিছু। …তখন আমার বাবা নিউইয়র্কে চিকিৎসা করাচ্ছিলেন। ওই সময় কারিনা আমাকে ফোন করেছিল। তখন আগস্ট মাস।
নয় মাস ধরে আমাদের মধ্যে কথা হয়নি। সে আমাকে ফোন দিয়ে বলল, আমি ইয়াশ আঙ্কেলের কথা শুনলাম।
সম্প্রতি কাজলের সঙ্গেও ছবি মুক্তির তারিখ নিয়ে করণের মনোমালিন্য হয়। কাজল চাননি স্বামী অজয় দেবগনের ছবি ‘শিবায়’ আর বন্ধু করণ পরিচালিত ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ একই দিনে মুক্তি পাক। ক্ষুব্ধ কাজল একটি টুইট বার্তায় ২৫ বছরের বন্ধুত্বের ইতি টানেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়