Thursday, December 22

সিলেটে অটোরিকশা চুরির সময় ভুয়া পুলিশ আটক


কানাইঘাট নিউজ ডেস্ক:: সিলেট নগরীর মুন্সিপাড়াস্থ জিন্দাপীরের মাজারে সামনে থেকে চুরি হওয়া অটোরিকশাসহ জনতার হাতে এক ভুয়া পুলিশ আটক হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে খোকন দাস (২৮) নামক ওই ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়। আটক ভুয়া পুলিশ সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চানপুর গ্রামের মাখন দাসের ছেলে। বর্তমানে সে কুমারগাও এলাকায় বসবাস করছিল জানা যায়, টুকেরবাজার থেকে বেলা ২টায় অটোরিকশাচালক দিলোয়ার হোসেনকে (২২) ঘন্টা প্রতি ১০০ টাকা ভাড়া নির্ধারণ করে সিলেট শহরে নিয়ে আসেন খোকন দাস। এসময় রিকশাচালক ‘অটোরিকশা দেখে পুলিশ ধরবে’ এমন শঙ্কা প্রকাশ করলে খোকন নিজেকে পুলিশ সদস্য হিসেবে পরিচয় দেন। সিলেট নগরীর মুন্সিপাড়ায় আসার পর খোকন রিকশাচালককে রেস্টুরেন্ট থেকে পরোটা ও ভাজি আনতে পাঠান। রিকশাচালক রেস্টুরেন্টে যাওয়ামাত্রই খোকন ওই রিকশা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় রিকশাচালকের চিৎকারে স্থানীয় জনতা ধাওয়া দিয়ে মুন্সিপাড়াস্থ জিন্দাপীরের মাজারের সামনে খোকন দাসকে আটক করে। খবর পেয়ে লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই মাহবুব ঘটনাস্থলে গিয়ে ওই ভুয়া পুলিশ খোকনকে আটক কওে নিয়ে আসেন। এসময় স্থানীয়দের অনুরোধে অটোরিকশাচালককে রিকশাসহ ছেড়ে দেওয়া হয়। ----সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়