Tuesday, December 27

চার দিনে ৪০ মিলিয়ন বার ডাউনলোড

চার দিনে ৪০ মিলিয়ন বার ডাউনলোড

কানাইঘাট নিউজ ডেস্ক: নিনটেনডো’র স্মার্টফোন গেম ‘সুপার মারিও রান’ ডিসেম্বরের ১৫ তারিখ আইওএস প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়। আর উন্মুক্তের পরপরই অ্যাপ স্টোরের ডাউনলোড রেকর্ড করেছে গেমটি। প্রথম চার দিনে গেমটি ৪০ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে।

‘সুপার মারিও রান’ গেমটি একযোগে ১৪০টি দেশে উন্মুক্ত করা হয়। তবে কতজন প্লেয়ার এই গেমে অর্থ ব্যয় করেছে এই বিষয়ে প্রতিষ্ঠানটি কিছুই জানায়নি। গেমটির কিছু অংশ বিনামূল্যে ডাউনলোডের সুযোগ দেওয়া হয়েছে। তবে গেমটির সম্পূর্ণ সংস্করণ ডাউনলোড করতে গেমারকে ৯.৯৯ মার্কিন ডলার গুণতে হবে।

সুপার মারিও রান গেমটি দৌড়ানো ও কয়েন সংগ্রহ করার খেলা, যেখানে শত্রুকে এড়িয়ে পয়েন্ট বাড়াতে হয়। নিনটেনডো জানিয়েছে, গেমটিতে তিনটি মোড আছে। ওয়ার্ল্ড ট্যুর মোডে কয়েন সংগ্রহ ও একটি লক্ষে এগোতে হয়। টোড র‍্যালিতে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় এবং কিংডম বিল্ডার মোডে নিজস্ব মাশরুম কিংডম তৈরি করা যায়।

তবে শুরুতেই দারুণ আলোড়ন তৈরি করা এই গেমটির একটিই সমস্যা, ইন্টারনেট সংযোগ না থাকলে গেমটি খেলা যায় না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়