Thursday, December 29

আশুলিয়ায় ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

আশুলিয়ায় ভবনের ছাদ ধসে ৩ শ্রমিক নিহত

কানাইঘাট নিউজ ডেস্ক: ঢাকার অদূরে আশুলিয়ায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জাহাঙ্গীর (৩৫), শহিদুল (৩৩) ও জালাল (২৮)।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম শামীম হাসান।

পুলিশ কর্মকর্তা শামীম হাসান বলেন, 'দুপুরে ওই কারখানার দোতলা ভবনের এক তলার বর্ধিত অংশের ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। কাজ শেষে অন্য শ্রমিকেরা চলে গেলেও ওই তিন জন নিচ তলায় অবস্থান করছিলেন'।

'এ সময় ছাদ ধসে পড়লে তার চাপা পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়'।

দুর্ঘটনার পর কারখানার কর্মকর্তা ও কর্মচারীরা পালিয়ে গেছে। কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করছিল এ বিষয়ে কোনো কিছু জানা যায়নি বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়