Thursday, December 29

সিলেটে আওয়ামী লীগ ৬, বিএনপি ৪


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ‘আনারস’ প্রতীকে আওয়ামী লীগের অ্যাডভোকেট লুৎফুর রহমানের জয়ের পাশাপাশি সাধারণ ও সংরক্ষিত সদস্যের বেশিরভাগ পদে জয়ে পেয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। ১৫টি ওয়ার্ডে নির্বাচন হওয়ার কথা থাকলেও শেষ মূহুর্তে এসে ৫টি কেন্দ্রে নির্বাচন স্থগিত হয়ে যায়। ফলে ১০টি সাধারণ ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব ওয়ার্ডে সদস্য পদে ৮০ জন লড়েছিলেন। এর মধ‌্যে ৬ টিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থকরা; আর বিএনপির সমর্থকরা জয়ী হয়েছেন ৪টি ওয়ার্ডে। এদের মধ্যে ২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন মো.মতিউর রহমান। তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের দক্ষিণ সুরমা উপজেলার সদস্য। ৪ নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন মুহিবুল হক। তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এবং ওই উপজেলা বিএনপির কমিটিতে রয়েছেন। ৫নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন মো. শাহপরান (তালা)।তিনি গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাথে জড়িত আছেন। ৬ নং ওয়ার্ডের বিজয়ী সদস্য প্রার্থী নাজিম উদ্দিন আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। ৭নং ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন লোকন মিয়া। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। ১০নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন সায়িদ আহমদ সুহেদ আওয়ামী লীগ সমর্থন করেন। ১১নং ওয়ার্ডের নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব। ১২নং ওয়ার্ডে নির্বাচিত সদস্য নজরুল ইসলামও বিএনপি সমর্থন করেন। ১৩নং ওয়ার্ডে সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগ নেতা শামীম আহমদ। সর্বশেষ ওয়ার্ড নং ১৫তে সদস্য নির্বাচিত হয়েছেন আলমাস উদ্দিন। তিনি আওয়ামী লীগের সমর্থক। সূত্র:সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়