Thursday, December 22

হুইপ সেলিমের মায়ের আত্মার মাগফিরাত কামনায় কানাইঘাট জাপা'র উদ্দ্যোগে মিলাদ মাহফিল


নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ, পররাষ্ট্র মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের এম.পি আলহাজ্ব সেলিম উদ্দিনের মাতা সমাজসেবিকা আজিজুন নেছার ইন্তেকালে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে কানাইঘাট উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ যোহর কানাইঘাট দারুল উলূম মাদ্রাসা মসজিদে আয়োজিত উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক মোঃ বাবুল আহমদ, পৌর জাপার সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাজল বিভিন্ন ইউনিয়ন জাপার নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নজির আহমদ, জাহাঙ্গীর শামীম, নুরুল আমিন, উপজেলা যুব সংহতির সভাপতি আলমাছ উদ্দিন, পৌর যুব সংহতির সভাপতি মানিক উদ্দিন, যুব সংহতি নেতা আফতাব উদ্দিন, যুবেল আমিন, এম.এ রহমান জীবন, তাজিল আহমদ, কয়েস আহমদ সহ জাপা অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন। মিলাদ মাহফিল শেষে মরহুমা আজিজুন নেছার আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতমিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী। মিলাদ মাহফিলে মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়