Thursday, December 22

শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবান ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে--আশিক চৌধুরী


নিজস্ব প্রতিবেদক: শিক্ষাই জাতির আলো। শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উচু করে দাড়াঁতে পারে না। তাই এ শিক্ষা বিকাশ কোন সরকারের পক্ষে একা সম্ভব নয়। এ জন্য প্রতিটি এলাকার শিক্ষার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য বৃত্তি প্রদানের মাধ্যমে সমাজের বৃত্তবান লোকজনদের এগিয়ে আসতে হবে। আশিক চৌধুরী বৃহস্পতি বার বিকেল ২টায় কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে কানাইঘাট হাজী আব্দুল হক চৌধুরী-মস্তফা খাতুন ট্রাস্টের উদ্যোগে মোশতাক চৌধুরী ৪র্থ মেধাবৃত্তি পরীক্ষার পুরুষ্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোশতাক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুল হকের পরিচালনায় উক্ত বৃত্তি প্রদান অুনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, বাংলাদেশ শিক্ষক সমিতির কানাইঘাট শাখার সভাপতি মাষ্টার জার উল্লাহ, চরিপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুজাম্মিল আলী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান। বক্তব্য রাখেন, কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি খাজা আজির উদ্দিন, পৌর কাউন্সিলার বিলাল আহমদ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এককালীন অনুদান ও পুরুষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়