Friday, December 23

সিলেট ইজতেমা ময়দানে লাখো মুসল্লির জুমার নামাজ আদায়


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রতিবছর ঢাকার গাজীপুরে বিশ্ব ইজতেমা হয়ে থাকলেও এবার সিলেটেও আয়োজন করা হয়েছে ইজতেমার। আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের এই বৃহৎ আয়োজন। ইতিমধ্যেই ইজতেমার জন্য প্রস্তুত করা হয়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়ক সংলগ্ন লতিপুর-খিদিরপুর এলাকার মাঠ। সে মাঠেই আজ শুক্রবার লাখো মুসল্লি জুমআর নামাজ আদায় করেছেন। শুক্রবার সকাল থেকেই হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে এসে জড়ো হতে থাকেন। জিকির-আসকারে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান। একপর্যায়ে ইজতেমা ময়দান রূপ নেয় জনসমুদ্রে। ইজতেমা ময়দানে ওয়াজ-নসিহতও চলে। এদিকে জুম’আর নামাজকে ঘিরে ইজতেমা ময়দানে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, ইজতেমা উপলক্ষে স্পেশাল ব্রাঞ্চ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ইজতেমা মাঠসহ আশেপাশের এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তায় পুলিশ মোতায়ন করা হয়েছে।  
সূত্র: সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়