Tuesday, December 27

ফুটবল দল নিয়ে নৌকাডুবি, ৩০ জনের মৃত্যুর শঙ্কা

ফুটবল দল নিয়ে নৌকাডুবি, ৩০ জনের মৃত্যুর শঙ্কা
কানাইঘাট নিউজ ডেস্ক: উগান্ডায় লেক আলবার্টে ফুটবল দল ও তাদের সমর্থকদের নিয়ে গতকাল সোমবার ডুবে গেছে একটি নৌকা। নৌকার ৪৫ যাত্রীর মধ্যে ৩০ জনের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

ইতিমধ্যে ৯ জনের লাশ এবং ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। অতিরিক্ত যাত্রী বহনের কারণে একপাশে বেশি যাত্রী জড়ো হওয়ায় নৌকাটি ডুবে যায় বলে দেশটির পুলিশ জানিয়েছে।

দেশটির বুলিসা জেলার ফুটবল দলটি বড়দিন উপলক্ষে হোইমা জেলায় খেলতে যাচ্ছিল। নেচে, গেয়ে, বাদ্য বাজিয়ে আনন্দ করছিলেন খেলোয়াড় ও তাদের সমর্থকরা। হঠাৎ একপাশে বেশি যাত্রী চলে আসায় নৌকাটি ডুবে যায়।

লেক আলবার্টসহ আফ্রিকার অন্যান্য অংশেও নৌকা দুর্ঘটনা একটি সাধারণ বিষয়। প্রায়ই নাজুক নৌকা যানগুলো অনেক বেশি মানুষ ও মালামাল বোঝাই করে থাকে।

এর আগে ১০ নভেম্বর দেশটির পশ্চিমাংশে অবস্থিত লেক আলবার্টেই নৌ-দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়