Wednesday, December 28

জেলা পরিষদ নির্বাচন ! কানাইঘাটের দুটি কেন্দ্রে কে কত ভোট পেলেন


নিজস্ব প্রতিবদেক: উৎসব মুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১৪ ও ১৫নং ওর্য়াডের অন্তর্ভূক্ত কানাইঘাট রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গাছবাড়ী মর্ডাণ একাডেমী ভোট কেন্দ্রে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। এ দুটি ভোট কেন্দ্রে চেয়ারম্যান পদে আ’লীগের মনোনীত প্রার্থী লুৎফুর রহমান আনারস প্রতীক নিয়ে ৯৩টি,এনামুল হক সর্দার কাপপিরিচ প্রতীক নিয়ে ৮০টি,জিয়া উদ্দিন ঘোড়া প্রতীক নিয়ে ০৯টি এবং ফখরুল ইসলাম মটর সাইকেল প্রতীক নিয়ে ০১টি ভোট পান। এ দুটি ভোট কেন্দ্রে আনারস প্রতীক সর্বোচ্চ ভোট পেয়েছে। পুরুষ সদস্য পদে ১৪নং ওয়ার্ডে হাইকোর্টে একজন সদস্য প্রাথীর রিটের পরি প্রেক্ষিতে পুরুষ সদস্য পদের ভোট এই ওর্য়াডে স্থগিত করা হয়। ভাঘা ভাঘা প্রার্থীকে হারিয়ে ১৫নং ওয়ার্ডে ঘুড়ি প্রতীক নিয়ে আ’লীগ নেতা আলমাছ উদ্দিন ২৬টি ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিটতম প্রতিদ্বন্ধী অধ্যক্ষ সিরাজুল ইসলাম টিবওয়েল প্রতীক নিয়ে ১৬টি,আব্দুল মুমিন চৌধুরী ক্রিকেট ব্যাট নিয়ে ১২টি,রিংকু চক্রবর্তী হাতি নিয়ে ১২টি,আব্দুল খালিক তালা নিয়ে ১০টি,আবুল কালাম আজাদ অটোরিক্সা নিয়ে ০৯টি,কবির উদ্দিন বিদ্যুতিক পাখা নিয়ে ০৪টি,ছালেকুর রহমান টিফিন কেরিয়ার নিয়ে ০২টি ভোট পেয়েছেন। সংরক্ষিত ৫নং মহিলা আসনে সাজনা সুলতানা হক চৌধুরী ফুটবল প্রতীক নিয়ে কানাইঘাটের দুটি ভোট কেন্দ্র এবং জকিগঞ্জ উপজেলার ১টি ভোট কেন্দ্র মিলিয়ে ৮৯টি ভোট পেয়ে বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়