Sunday, December 11

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ৫০ সেনা নিহত

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ৫০ সেনা নিহত
কানাইঘাট নিউজ ডেস্ক: ইয়েমেনের দক্ষিণাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৫০ সেনাসদস্য নিহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

এডেনের উপকণ্ঠে একটি সেনাঘাঁটিতে শনিবারের ওই হামলায় আহত হয়েছেন প্রায় ৭০ জন।

এডেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, সেনাসদস্যরা যখন বেতন নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সে সময় একটি আত্মঘাতী হামলা চালানো হয়।

কে বা কারা ওই হামলার পেছনে রয়েছে তা এখনো নিশ্চিত নয়। তবে ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করেছে।

এডেন শহরে এর আগেও জঙ্গিরা হামলা করেছে। গত আগস্টে সেখানে এক আত্মঘাতী হামলায় অন্তত ৬০ জন নিহত হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়