Wednesday, November 30

ফের বোলিংয়ের বৈধতা পেলেন হাফিজ

ফের বোলিংয়ের বৈধতা পেলেন হাফিজ
কানাইঘাট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে আবারো বল করার অনুমতি পেলেন পাকিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। বোলিং অ্যাকশন শুধরানোয় হাফিজের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)।

গত বছরের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে টেস্টের পর তার বোলিং অ্যাকশন দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ ঘোষণা করে আইসিসি।

এর আগে ২০১৪ সালেও হাফিজের বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু কয়েক মাস পরীক্ষা-নীরিক্ষার পর আবারো বল করার অনুমতি পেয়েছিলেন।

এ বছরের ৬ জুলাই চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক পরীক্ষা দেন তিনি। পরীক্ষায় দেখা যায়, বোলিং করার সময় তার কনুই ১৫ ডিগ্রির সীমা ছাড়িয়ে যায়।

এরপর বোলিং অ্যাকশনে পরিবর্তন আনতে চেষ্টা চালিয়ে যান হাফিজ। পরিশ্রমের ফলটাও তাই হাতেনাতেই পেয়ে গেলেন এই তারকা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়