Thursday, November 3

নাসিরনগরে পুলিশের কোনো গাফিলতি ছিলনা: স্বরাষ্ট্রমন্ত্রী

নাসিরনগরে পুলিশের কোনো গাফিলতি ছিলনা: স্বরাষ্ট্রমন্ত্রী

কানাইঘাট নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের দেড় শতাধিক ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটলেও তাতে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি হয়নি।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা দেখেছি, ওই ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিলনা।

'ওসিরও কোনো গ্যাপ ছিল না। তারপরও আমরা মনে করেছি সে (ওসি) আরেকটু তৎপর হতে পারতো। সেজন্য আমরা তাকে প্রত্যাহার করেছি'।

ইসলাম অবমাননার অভিযোগ তুলে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সমাবেশের পর হামলা হয়েছিল, তাতে ওসি কাদের ও ইউএনও চৌধুরী মোয়াজ্জেম আহমেদও বক্তব্য রাখেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, 'ব্রাহ্মণবাড়িয়ার যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আপনার সবকিছুই জানেন, কেন ঘটনার সূত্রপাত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নিজস্ব টিম পাঠিয়েছেন এবং 'অ্যাসেস' করেছেন কোথায় কার মাধ্যমে এগুলো সংঘটিত হয়েছে, কে কে এবং কতজন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়