Friday, November 4

পাকিস্তানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০

পাকিস্তানে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২০
কানাইঘাট নিউজ ডেস্ক: পাকিস্তানে যাত্রীবাহী দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫০জন। বৃহস্পতিবার রাজধানী করাচির দক্ষিণ প্রদেশে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বিবিসি থেকে জানায়, ঘটনার সময় স্টেশনে ফরিদ এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় ভুল সিগন্যালের কারণে জাকারিয়া এক্সপ্রেস নামে অপর একটি ট্রেন ফরিদ এক্সপ্রেসের পেছনের অংশে ধাক্কা দেয়।

তে পেছনের দুটি বগি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষে দুই ট্রেনেরই বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয়।

আঘাত প্রাপ্ত ফরিদ এক্সপ্রেসের বগিতে আটকে যাওয়া যাত্রীদের উদ্ধার করে পুলিশ।

করাচির রেলওয়ের কর্মকর্তা নাসির নাজির বিবিসিকে জানান, দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এতজন নিহত হওয়া সত্যিই দুঃখজনক। তবে ভুল বোঝাবুঝি না ইচ্ছাকৃত ঘটনা এ ব্যাপারে তদন্ত চলছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়