কানাইঘাট নিউজ ডেস্ক:
মিরপুর টেস্ট শেষ মাত্র তিন দিনেই। বাকি দুই দিন গলফ আর সুইমিং করেই
কাটিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। ভারতের বিপক্ষে পরবর্তী সফরের জন্য বুধবার
দুপুরে ঢাকা ছেড়ে মুম্বাইয়েও পৌছে গেছে কুকরা।
সিরিজ জুড়ে ইংল্যান্ড দলকে দেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। মাঠের ক্রিকেটও ছিল জমজমাট ও রোমাঞ্চকর।
সফরের মাঝেও নানা সময়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন ইংলিশ ক্রিকেটার ও ইসিবির কর্তারা। বিমানবন্দরে যাওয়ার বাসে ওঠার আগেও অধিনায়ক অ্যালেস্টার কুক জানালেন ভালো লাগার কথা।
'অসাধারণ সফর ছিল। আতিথেয়তার জন্য ধন্যবাদ। সব কিছু ছিল দারুণ। দুর্দান্ত সময় কেটেছে আমাদের'।
ধন্যবাদ জানিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও। ধন্যবাদ বাংলাদেশ। নিরাপত্তা সংস্থার যারা আমাদের জন্য এতটা করেছেন, সবাইকে ধন্যবাদ।
একই সুর ছিল ওই সফরের ওয়ানডে অধিনায়ক জস বাটলারের কণ্ঠেও।
'বাংলাদেশের মানুষকে ধন্যবাদ আন্তরিকতা ও আমাদের দারুণভাবে দেখভাল করার জন্য'।
এদিকে সিরিজ চলাকালীন বাংলাদেশের প্রশংসা অনেকবারই করেছেন মঈন আলী। বিদায়বেলায় তিনিও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে।
দারুণ অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। সবকিছুই দারুণ ছিল।
ধন্যবাদ জানিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও। দারুণ আপ্যায়নের জন্য বাংলাদেশের সবাইকে ধন্যবাদ। কঠিন সফর হলেও দারুণ উপভোগ করেছি। আশা করি ভবিষ্যতে আরো টেস্ট ক্রিকেট খেলতে এখানে আসব।
এদিকে মুম্বাইয়ে পৌছে ফেসবুকে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন জো রুটও। ধন্যবাদ বাংলাদেশ। দুদলের মধ্যেই ক্রিকেটের দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যেটি দেখাও সুখকর।
এদিকে ইসিবির নিরপত্তা প্রধান ডিকাসনও বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন।
'২০ বছর ধরে আমি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কাজ করছি। এখানে যে রকমটা দেখেছি, সরকারের সম্পৃক্ততা যতটা ছিল, আমার দেখা সেরার চেয়ে কোনো অংশে কম নয়'।
সিরিজ জুড়ে ইংল্যান্ড দলকে দেয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা। মাঠের ক্রিকেটও ছিল জমজমাট ও রোমাঞ্চকর।
সফরের মাঝেও নানা সময়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন ইংলিশ ক্রিকেটার ও ইসিবির কর্তারা। বিমানবন্দরে যাওয়ার বাসে ওঠার আগেও অধিনায়ক অ্যালেস্টার কুক জানালেন ভালো লাগার কথা।
'অসাধারণ সফর ছিল। আতিথেয়তার জন্য ধন্যবাদ। সব কিছু ছিল দারুণ। দুর্দান্ত সময় কেটেছে আমাদের'।
ধন্যবাদ জানিয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডও। ধন্যবাদ বাংলাদেশ। নিরাপত্তা সংস্থার যারা আমাদের জন্য এতটা করেছেন, সবাইকে ধন্যবাদ।
একই সুর ছিল ওই সফরের ওয়ানডে অধিনায়ক জস বাটলারের কণ্ঠেও।
'বাংলাদেশের মানুষকে ধন্যবাদ আন্তরিকতা ও আমাদের দারুণভাবে দেখভাল করার জন্য'।
এদিকে সিরিজ চলাকালীন বাংলাদেশের প্রশংসা অনেকবারই করেছেন মঈন আলী। বিদায়বেলায় তিনিও ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে।
দারুণ অভিজ্ঞতা অর্জনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ। সবকিছুই দারুণ ছিল।
ধন্যবাদ জানিয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টোও। দারুণ আপ্যায়নের জন্য বাংলাদেশের সবাইকে ধন্যবাদ। কঠিন সফর হলেও দারুণ উপভোগ করেছি। আশা করি ভবিষ্যতে আরো টেস্ট ক্রিকেট খেলতে এখানে আসব।
এদিকে মুম্বাইয়ে পৌছে ফেসবুকে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন জো রুটও। ধন্যবাদ বাংলাদেশ। দুদলের মধ্যেই ক্রিকেটের দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। যেটি দেখাও সুখকর।
এদিকে ইসিবির নিরপত্তা প্রধান ডিকাসনও বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন।
'২০ বছর ধরে আমি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে কাজ করছি। এখানে যে রকমটা দেখেছি, সরকারের সম্পৃক্ততা যতটা ছিল, আমার দেখা সেরার চেয়ে কোনো অংশে কম নয়'।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়