কানাইঘাট নিউজ ডেস্ক: তাদের
মধ্যে রেষারেষিটা অনেক আগের। যাকে নিয়ে এই রেষারেষি সে কারো সাথে না
থাকলেও রেষারেষিটা এখনো রয়ে গেছে। রণবীর কাপুরের সাথে ক্যাটরিনার সম্পর্ক
ভেঙ্গেছে বেশ কিছুদিন। কিন্তু দীপিকার সাথে পুরানো রেষারেষি এখনো ভুলতে
পারেনি ক্যাটরিনা।
দীপিকার সঙ্গে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিলেন ক্যাটরিনা। পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের কথা তাঁর। একটি বিশেষ চরিত্রে দীপিকাকেও ছবিতে নেওয়ার ইচ্ছে পরিচালকের। তাতেই মেজাজ হারিয়েছেন ক্যাটরিনা।
দীপিকা এলে তিনি ছবি থেকে সরে দাঁড়াবেন বলে নাকি হুঁশিয়ারি দিয়েছেন পরিচালককে। অবশ্য দীপিকার ওপর রেগে থাকার যথেষ্ট কারণ রয়েছে। রণবীরের সঙ্গে ব্রেকআপের জন্য তাঁেকই যে দায়ী করেছিলেন দীপিকা! সোনম কাপুরের সঙ্গে মিলে তাঁকে নিয়ে মস্করাও করেছিলেন। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও, সেসব নাকি আজও ভুলতে পারেননি ক্যাটরিনা।
দীপিকার সঙ্গে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিলেন ক্যাটরিনা। পরিচালক আনন্দ এল রাইয়ের আগামী ছবিতে শাহরুখের বিপরীতে অভিনয়ের কথা তাঁর। একটি বিশেষ চরিত্রে দীপিকাকেও ছবিতে নেওয়ার ইচ্ছে পরিচালকের। তাতেই মেজাজ হারিয়েছেন ক্যাটরিনা।
দীপিকা এলে তিনি ছবি থেকে সরে দাঁড়াবেন বলে নাকি হুঁশিয়ারি দিয়েছেন পরিচালককে। অবশ্য দীপিকার ওপর রেগে থাকার যথেষ্ট কারণ রয়েছে। রণবীরের সঙ্গে ব্রেকআপের জন্য তাঁেকই যে দায়ী করেছিলেন দীপিকা! সোনম কাপুরের সঙ্গে মিলে তাঁকে নিয়ে মস্করাও করেছিলেন। রণবীরের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও, সেসব নাকি আজও ভুলতে পারেননি ক্যাটরিনা।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়