Monday, November 7

হলুদ কার্ড পেয়েও খুশি সুয়ারেজ

হলুদ কার্ড পেয়েও খুশি সুয়ারেজ

কানাইঘাট নিউজ ডেস্ক: রোববার রাতে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। এই ম্যাচে জয়সূচক গোল করা সুয়ারেজ নিজের পঞ্চম হলুদ কার্ড দেখেন।

এই ম্যাচে পঞ্চম হলুদ কার্ড না দেখে মালাগার বিপক্ষে দেখলে সোসিয়াদের বিপক্ষে খেলতে পারতেন না সুয়ারেজ। আবার সোসিয়েদাদের মাঠে পঞ্চম হলুদ কার্ড দেখলে রিয়ালের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ হতেন উরুগুয়ের এই তারকা স্ট্রাইকার।

এ বিষয়ে সুয়ারেজ বলেন 'হলুদ কার্ডটি আসলে ভালো একটি বিষয় ছিল'। রিয়াল সোসিয়েদাদের মাঠে আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে পরিষ্কার অবস্থায় শুরু করব।

সেভিয়ার বিপক্ষে পঞ্চদশ মিনিটে পিছিয়ে পড়া বার্সেলোনা মেসির গোলে সমতা ফেরালেও জয়সূচক গোলটি করেন তারকা এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে দলের সবচেয়ে বড় তারকার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সুয়ারেজ।

'লিও যে কোনো পজিশনেই খেলতে পারে। সে সব সময়ই পার্থক্য গড়ে দেয়'।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়